সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ড বাসী মাদক সন্ত্রাসীদের অত্যাচারের প্রতিবাদে, মঙ্গলবার ১১ টায় মিছিল সহকারে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মাববন্ধন করেছে। পরে সাতক্ষীরা সদর থানা ঘেরাও কর্মসূচী পালন করে। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমান উল্যাহ উক্ত এলাকায় মাদক ব্যবসা বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে এলাকাবাসী তাদের অবস্থান ত্যাগ করে। সাধারণ জনতার এ ঘেরাও কর্মসূচি থেকে পরে জেলা প্রশাকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৩ জুন বৃহস্পতিবার সিরাজুল ইসলামসহ (২৬) এলাকাবাসী মাদক ব্যবসা বন্ধের প্রতিবাদ জানালে এলাকার মাদক সন্ত্রাসী আশরাফুল, শরিফুল, আজিজুল, জলিল, মনিবিবি ও আঞ্জুয়ারা বেগম এলাকাবাসীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে প্রতিবাদি যুবক সিরাজুল ইসলাকে কুপিয়ে জখম করে। এসময় এলাকাবাসী মাদক ব্যবসায়ী আঞ্জুয়ারা বেগমকে পুলিশে সোপর্দ করে। পরে আঞ্জুয়ারা জামিনে মুক্তি পেয়ে এলাকাবাসীকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে বলে এলাকাবসির অভিযোগ।
এব্যাপারে সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীরা অনেকেই জামিনে আছে তারপরও তাদের বির“দ্ধে ফের ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা