জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপি সমর্থক হিসেবে পরিচিত ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সংবিধানে নতুন সংশোধনী এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছে। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য মঙ্গলবার সকালে সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করে এ দাবি জানানো হয়। এরপর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে তাদের দাবি কথা জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কাছে পাঠানো স্মারকলিপি পাঠ করেন ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ড. আবদুল আজিজ। এ সময় ইউট্যাবের মহাসচিব অধ্যাপক তাহমিনা আখতার বলেন, ‘মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। জাতির ও জনগণের প্রয়োজনে এটি পরিবর্তন করা যায়। তাই ষষ্ঠদশ সংশোধনী এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা হোক। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়ের প্রথমাংশে স্পষ্ট করে উল্লেখ ছিল, উদ্ভূত পরিস্থিতিতে আরো দু’টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। সুতরাং দেরি না করে এখনি সেই বিধানটি সংসদে উপস্থাপন করে কার্যকর করার দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, ‘সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন এবং আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা।’
‘যে নির্বাচনে প্রধান বিরোধী দলসহ ১৮ দল অনুপস্থিত থাকে এবং বর্তমান মহাজোটের অন্যতম প্রধান শরীক দল জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাই এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না’ বলে তিনি মন্তব্য করেন। দেশের এই অন্তর্ঘাত ও প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করে সুস্থ গণতান্ত্রিক রাজনীতির ধারা এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে কিছুটা ছাড় দিয়ে দেশের এই চলমান অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসতে হবে বলে দাবি জানান ইউট্যাব নেতারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ান- বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, অধ্যাপক আশরাফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। খবর রেডিও তেহরানএর #