অনলাইন ডেস্ক ঃ- নথিপত্র নেই এমন এক হাজারেরও বেশি শ্রমিককে মালয়েশিয়ায় আটক করেছে পুলিশ৷ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের মধ্যে বাংলাদেশ ও ভারতের অনেক শ্রমিক রয়েছেন৷ কাজ করতে এসেছেন, কিন্তু নেই বৈধ কাগজ পত্র, তাই অবৈধ তালিকায় নাম এবং অতঃপর বন্দি৷ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের খোঁজে প্রায়ই অভিযান চলে৷ মঙ্গলবার এমনই এক অভিযানে ১২টি রাজ্য থেকে মোট ১,১৯০ জনকে আটক করা হয়েছে৷ এর মধ্যে রাজধানী কুয়ালালামপুর থেকেই আটক করা হয়েছে সবচেয়ে বেশি, মোট ৪৬৪ জনকে৷ মঙ্গলবার ভোর থেকে চলা এই অভিযানে আটক সবাই শ্রমিক বলে জানিয়েছে অভিবাসন মন্ত্রণালয়৷অভিবাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আটক শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, ফিলিপাইন্স, পাকিস্তান, ভারত এবং ভিয়েতনামের৷ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামাদি জানিয়েছেন, অক্টোবরের ২১ তারিখ থেকে অবৈধ অভিবাসীদের তালিকা প্রস্তুত করার তিন মাসের কর্মসূচি শুরু করেছিল মন্ত্রণালয়, যা মঙ্গলবার শেষ হয়৷তিনি জানান, এই অভিযানে অভিবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর অন্তত ১০ হাজার সদস্য অংশ নিয়েছিলেন৷ দেশে ফেরত পাঠানোর আগে এ সব শ্রমিকদের রাখার জন্য সারা দেশে ১৫টি বন্দি ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান জাহিদ৷ এপিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স) সূত্র- DW.DE
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ হাজারো শ্রমিক আটক
Share This