স্টাফ রিপোর্টার,জি নিউজঃ- পুলিশের স্পেশাল ব্রাঞ্চের – ইন্সপেক্টর- মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকান্ডের মামলায় গ্রেপ্তার মেয়ে ঐশি রহমানসহ তিনজন প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুর ১ টা ২৫ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোঃশহীদুল্লাহ আসামিদের হাজির করেন। তিনি প্রত্যেক আসামিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। বিকাল ৩ টা ৫ মিনিটে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। প্রায় ১৫ মিনিট শুনানি শেষে মহানগর হাকিম মিজানুর রহমান জামিনের আবেদন নাকচ করে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো ঐশী, তার বন্ধু মিজানুর রহমান রনি ও গৃহপরিচালিকা খাদিজা খাতুন সুমি। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার চামেলীবাগের একটি ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজ ও তার স্ত্রী স্বপ্নার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। দুই সন্তান ঐশী ও অহি আর গৃহকর্মী সুমিকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তারা। এদিকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে ঐশী জানিয়েছে, একাধিক ছেলে বন্ধুর সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। নিয়মিত ইয়াবা সেবনে মাত্রারিক্ত আসক্ত হয়ে পড়েছিল সে। মেয়ের বখে যাওয়ার বিষয়টি পুলিশ কর্মকর্তা বাবা সহ্য না করতে পেরে গত এক মাস তাকে বাসায় বন্দি করে রাখেন। আর এতেই সাইকো কিলারে পরিণত হয় ঐশী। পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে যে কোন সময় এই খুনের ঘটনা ঘটতে পারে। ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে ছোট ভাই ওহি (৭) ও গৃহকর্মীকে সঙ্গে নিয়ে ফ্ল্যাট ছাড়েন দম্পতির একমাত্র মেয়ে ঐশি। ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দিলেও ঐশি পলাতক ছি লেন। গতশনিবার দুপুরে পল্টন থানায় গিয়ে ধরা দেন ঐশি। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলেই ঐশিকে নিয়ে সন্দেহভাজন খুনিদের ধরতে অভিযানে বের হয় পুলিশ ।
মা বাবার খুনি ঐশিসহ ৩ জন ৫ দিনের রিমান্ডে
Share This