মিরপুর প্রতিনিধি,জি নিউজঃ- ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। গতকাল বুধবার রাত ৯ টার দিকে রাজধানীর কাজীপাড়ার আল হেলাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে নিখিলের কোনো ক্ষতি হয়নি। এ খবর লেখা পর্যন্ত তিনি তাঁর কাজীপাড়ার কার্যালয়ে অবস্থান করছিলেন। এ ঘটনা সময় স্থানীয় জনতা সেখান থেকে দুজনকে ধরে কাফরুল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান যুবক দুজন হলেন জাবেদ ও রফিক। তাঁরা একটি বায়িং হাউসে চাকরি করেন বলে পুলিশের কাছে জানিয়েছেন। তিনি বলেন এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তাঃ-১৮, সেপ্টেম্বর ২০১৩