মিরপুর প্রতিনিধি,জি নিউজঃ- রাজধানীর ঢাকা রূপনগর থানাধীন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মাহাদীত (৩৭) নিহত হয়েছে। এঘটনায় বিদেশী পিস্তলসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতশুক্রবার রাত ১০টার দিকে রূপনগরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, ওই যুবক মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ। এ সময় তার হাতে হাতকড়া ছিল। গুরুতর আহতবস্থায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানায়। এদিকে মিরপুর জোনেরে উপ পুলিশ কমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ জানান ,নিহত ওই যুবকের বিরুদ্ধে শুধু মিরপুর থানাতেই ১৮টি মামলা রয়েছে। গতশুক্রবার সকালে তাকে বরিশাল থেকে গ্রেফতার করে ঢাকা আনা হয়। পরে তার দেয়া তথ্যমতে, তাদের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় তার সাঙ্গপাঙ্গরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে পুলিশের হেফাজতে থাকা সন্ত্রাসী মাহাদিত হাতকড়া নিয়েই দৌঁড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সম্প্রতি চাঁদা না পেয়ে মিরপুরে এক গার্মেন্ট ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসী মাদিত ও তার লোকজন। ওই ঘটনায় মামলাও হয়। কুখ্যাত সন্ত্রাসী হিসেবে খ্যাত মাহাদিত বাহিনীর জন্য মিরপুরের জনগণ অতিষ্ঠ ছিল। তবে মাহাদিত পুলিশের না সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে, তা তদন্ত করে জানা যাবে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম জানান –মিরপুর মডেল থানার সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনায় ঔ যুবক গুলিবিদ্ধ হলে তাকে এসআই আমিনুল উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তাঃ-১৯-০৭-২০১৩