জি নিউজ অনলাইনঃ- রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার বিকেল ৫টার দিকে মিরপুর ১১ নম্বর পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।এদের মধ্যে চান মিয়া (৩৪) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।নিহত চান মিয়ার বাবা নাম মৃত ফুল মিয়া। তিনি মিরপুর পূরবী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।এদিকে নিহত দু’জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।আর আহতদের স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল হাসান ।