মিরপুরে ১৫ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

_rabbbজি নিউজ বিডি ডট নেট ঃ-  ঢাকায়  মিরপুর থেকে ১৫ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশমিরপুর বাংলা কলেজ এলাকা থেকে বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছেসময় তাদের কাছ থেকে ছয় টি ব্যানার, সাতটি ককটেল সহ টাকা সংগ্রহের রশিদ ও ইসলামী বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এছাড়া আটককৃতদের পরিচয় জানা জায়নি১৮ দলের হরতালের সমর্থনে সকাল ৮টার দিকে মিছিল বের করে শিবিরের বাংলা কলেজ শাখা কর্মীরা সময় পুলিশ তাদের ধাওয়া করে ২টি ককটেলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়পরে তাদের স্বীকারোক্তি  মোতাবেক শিবিরকর্মীদের মেসে অভিযান চালিয়ে আরো ১০ শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয় তাঃ- ১৩-১১-২০১৩১

Exit mobile version