নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের দুই কর্মী টগর মোহাম্মদ সালেহী ও মাসুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোপ মিছিল করেছে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।
বুধবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার নেতৃত্বে মিরপুর কলেজ থেকে বিক্ষোপ মিছিলটি বের হয়ে মিরপুর ১০ নাম্বার থেকে মিরপুর-১ নাম্বার এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে এসে শেষ।
মিছিল শেষে এক বিক্ষোপ সমাবেশে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন বলেন, অবিলম্বে ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলা বন্ধ ও দোষীদের গ্রেপ্তার করা না হলে দেশব্যাপি ব্যপক ছাত্র আন্দোলন গড়েতোলা হবে।
বিক্ষোপ মিছিল ও সমাবেশে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীর সাথে উপস্থিত ছিল কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীও।
উলেক্ষ্য মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের পাশে ছাত্রলীগ নেতা টগর ও মাসুদের ওপর হামলা চালায় শিবির ক্যাডাররা। এতে মাসুদের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পা গুরুতর জখম হওয়ায় পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটিও কেটে ফেলা হয়। এছাড়া টগরের ডান হাত ও ডান পায়ের রগ কেটে যায়। তারা এখন ঢাকায় চিকিৎসাধীন।