মিরপুর প্রতিনিধি, জি নিউজ:- মিরপুর ইয়ুথ গ্রুপের পোশাক শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোসহ বকেয়া পাওনার দাবিতে শেওড়াপাড়ায় বিক্ষোভ করছেন। গতসোমবার সকাল থেকে বেগম রোকেয়া সরণীতে মিসামি-বিটুপি ও ইয়ুথ গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করছেন। এ ঘটনায় কারখানা ২টিতে ছুটি ঘোষণা করেছে- কর্তৃপক্ষ। এ কারণে মিরপুর ১০ নম্বর থেকে কাজীপাড়া এবং আগাগাঁও থেকে তালতলা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে।