জি নিউজ ঃ- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন ৬মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ নির্বাচনের তফসিল কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ দিকে কবির আহমেদ খানের এ সংক্রান্ত করা রিট আবেদনের উপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোবার এ আদেশ দিয়েছেন।রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন এএম আমিনউদ্দিন ও মোস্তাক আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।গত বছর ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তবে নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনের জন্য গত ১৪ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়।ঘোষিত তফসিল অনুযায়ী সারাদেশে একইদিন জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু রিট আবেদনকারী একইদিন কেন্দ্রে এবং জেলা ও উপজেলায় নির্বাচন হতে পারে না-এ যুক্তি দেখিয়ে রিট আবেদন করেন।আদালত অন্তবর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন। এ ছাড়া চার সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সচিব, যুগ্মসচিব, উপসচিব, সংশ্ষ্টি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচন স্থগিত
Share This