বিনোদন ডেস্ক,জি নিউজ: অপেক্ষার পালা প্রায় শেষ। শুটিং ডাবিং এডিটিং শেষ করে জাজ মাল্টিমিডিয়ার তৃতীয় মিশন ‘পোড়া মন’ সিনেমাটি এখন মুক্তির মিছিলে। পরিচালক জাকির হোসেন রাজু নির্দেশনা দিয়েছেন সিনেমাটি। সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছেন ‘জ্বী হুজুর’ সিনেমার মাধ্যমে সফল অভিষেক হওয়া সায়মন সাদিক। তার বিপরীতে রয়েছেন ভালবাসার রঙখ্যাত নায়িকা মাহিয়া মাহি। ‘পোড়া মন’ সিনেমার ৮০ ভাগ শুটিং হয়েছে বান্দরবনের নীলগিরি, নীলচিল, মেঘলাসহ একদম বার্মার সীমান্তের অনেক মনোরম লোকেশনে। গানের ক্ষেত্রেও রয়েছে নতুন সংযোজন। এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা এবং শফিক তুহিন। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনী নিয়ে নির্মিত এ সিনেমায় আরও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, বিপাশা (লাক্স তারকা), আনিসুর রহমান মিলন, ডন, রতন, রেহানা জলি, মনিরা মিঠু, গুলশান আরা এবং মিশা সওদাগর। ‘পোড়া মনের’ ড্যান্স কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী এবং চিত্রগ্রহণ করেছেন শাহীন।