জি নিউজ বিডি ডট নেট ঃ- আগামীকাল সারা দেশ থেকে ঢাকার উদ্দেশ্যে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিরোধী দল কিন্তু পুলিশ অনুমতি দেয়নি । এ কর্মসূচি ঘোষণার পর মঙ্গলবার থেকে বিরোধী নেত্রী বেগম জিয়ার গুলশানের বাসভন অবরুদ্ধ করে রাখা হয়েছে। দলের নেতা কর্মীদের তার বাসায় ঢুকতে দেয়া হচ্ছে না। বেগম জিয়া শুক্রবার এক বিডিও বার্তায় সকল বাধা উপেক্ষা করে ‘গণতন্ত্রের জন্য অভিযাত্রা’ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ছেন। এদিকে, বিরোধীদলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ প্রতিহত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী জোটের ঢাকামুখী যাত্রার দু’দিন আগেই দেশের বিভিন্ন জেলা থেকে প্রশাসনের নির্দেশে দূরপাল্লার পরিবহন বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে, সরকার সমর্থক সংগঠন মটর চালক লীগের ডাকে আজ থেকে দু’দিনব্যাপী হরতাল শুরু হয়েছে। সিলেট, বগুড়া, রাজশাহী ও কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী সব ধরনের ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। এদিকে, পুলিশ-র্যাব-বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে। গত দুই দিনে গ্রেপ্তারের সংখ্যা পাঁচশ’ ছাড়িয়ে গেছে। এ অবস্থার মধ্যে আগামী ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তবে বাংলাদেশের নাগরিক সমাজ আজকেও বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সরকার ও বিরোধীদলের মারমুখী আবস্থানের প্রেক্ষিতে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি কী রূপ নেবে সে প্রসঙ্গে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ডাক্তার ফায়েজুল হাকিম রেডিও তেহরানকে বলেন, দেশ অনিবার্য সংঘাতের মধ্যে ঢুকে পড়েছে। এ অবস্থায় অরাজনৈতিক শক্তি ক্ষমতায় আসতে পারে। আর তখন শেখ হাসিনার ২০৪১ সালের রূপকল্পও জনগণ ছুঁড়ে ফেলে দেবে। এ প্রসঙ্গে প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান জনাব ফেরদৌস কোরেশী আশংকা করছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সংঘাত বিস্তার করেছে তা আরো তীব্র হতে পারে। এ রকম অবস্থায় দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে তাদের নিজেদের জীবন-জীবিকার নিরাপত্তা নিয়ে। একইভাবে তারা বাংলাদেশের ভবিষ্যত নিয়ে দারুণভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। খবর রেডিও তেহরান এর তাঃ- ২৮ ডিসেম্বর২০১৩ #
মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি: অনিবার্য সংঘাতের দিকে দেশ
Share This