অনলাইন ডেস্ক:- মৃত্যুর ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে৷ কিন্তু আজও ভক্তদের হৃদয়ে তিনি রয়ে গেছেন চিরসবুজ ‘বিউটি আইকন’ হিসেবে৷ মেরিলিন মনরোর অসাধারণ কিছু ছবি তুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার ব্যার্ট স্ট্যার্ন৷হলিউডের আইকন: হলিউডের সুপারস্টার হিসেবে খ্যাত অভিনেত্রী মেরিলিন মনরো খুব অল্প সময়েই সাফল্যের শিখরে পৌঁছে ছিলেন৷ পরবর্তীতে অনেক অভিনেত্রী ও সংগীত শিল্পী তাঁকে অনুকরণ করেন৷ পপ মিউজিক তারকা লেডি গাগা অথবা ম্যাডোনার কাছে তিনি ‘সেক্স সিম্বল’ বা ‘যৌন আবেদনময়ী’-র একজন আদর্শ মডেল৷ খবর:ডিডাব্লিউ