জি নিউজ ডেস্কঃ-আর্জেন্টাইন মডেল ফিওরেলা ক্যাস্তিলো দাবি করেছেন, ইপানেমা সৈকতে তিনি ফুটবল নিয়ে কারিকুরির দিক দিয়ে এই পর্যন্ত ৮০০ পুরুষকেহারিয়েছেন। ২৪ বছর বয়স্ক এই মডেল অনেকের মতে বিশ্বের সেরা খেলোয়াড় মেসিকেতার এই ফুটবল দক্ষতা দেখাতে চান। ক্যাস্তিলো বলেছেন, আমি এমনটা করতেভালোবাসি। সবার আগে ইপানেমা সৈকত ও ব্রাজিলে অবস্থান করা খুব সুন্দর। এরপর৮০০ জন পুরুষের মুখোমুখি হয়ে তাদের সকলকে হারানো আমার জন্য বিশাল আনন্দের।তাই আমি খুশি মনে বাড়ি ফিরবো। এরপর যে-ই আমার মুখোমুখি হতে চায়, তাকেস্বাগতম। এমনকি তিনি মেসির বিরুদ্ধেও বল দখলের লড়াইয়ে জিতবেন বলে তারবিশ্বাস! তার ভাষায়, আমি কি মেসির বিরুদ্ধে জিতব? অবশ্যই! সূত্র : ইন্টারনেট