অনলাইন ডেস্কঃ- মেয়েরা গম্ভীর কণ্ঠের ছেলেদের পছন্দ করেন। তীক্ষ্ণ নয় কিন্তু ভারী পুরুষালী গলার ছেলেদের জন্য নারীরা পাগল থাকেন, এমনকি তাদের মধ্যে ভাললাগার অন্য কিছু না থাকলেও। আবার ভারী কণ্ঠের ছেলেদের মধ্যে প্রতারণার সম্ভাবনাও বেশি থাকে বলে মনে করেন নারীরা। সাম্প্রতিক এক গবেষণায় এমনই তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, ভারী কণ্ঠের ছেলেদের প্রতি মেয়েরা এতটাই দুর্বল হয়ে পড়েন যে, অন্যের সাথে তার সম্পর্ক থাকলেও বা তার মধ্যে প্রতারণার প্রবণতা জেনেও এমন ছেলের সাথে কম সময়ের জন্যে হলেও মেয়েরা সম্পর্কে জড়াতে আগ্রহী থাকেন। পাশাপাশি মানুষের কণ্ঠের বিবর্তন এবং আমাদের সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে এর প্রভাব আছে কিনা সে বিষয়টিও গবেষণায় স্থান পেয়েছে।গবেষক দলের প্রধান এবং ওই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান ও মানব আচরণ বিষয়ক বিজ্ঞানী জিলিয়ান ও’কনর জানালেন, ‘একজন অপরিচিত মানুষ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা হয় তার কণ্ঠ শুনে। কিন্তু আমাদের বোধগম্য নয় যে, একজন প্রেমিককে প্রতারক জেনেও শুধুমাত্র তার ভারী কণ্ঠের কারণে কেন একটি মেয়ে ভালবাসার ইন্দ্রজাল থেকে বেরিয়ে আসতে চান না। অবশ্য মেয়েরা এমন ছেলেদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্কে যান না’।প্রায় শ খানেক মেয়েদের কয়েক রকম পুরুষ কণ্ঠ শোনানো হয়। কম্পিউটারের মাধ্যমে এসব কণ্ঠের নানা পরিবর্তন এনে তাদেরকে প্রশ্ন করা হয় যে, কোন কণ্ঠ তাদের আকর্ষণ করছে এবং কোনটিকে প্রেমিক হিসেবে প্রতারক বলে মনে হচ্ছে। তাদের সবার উত্তরে ভারী কণ্ঠের পুরুষকে একাধারে আকর্ষণীয় এবং প্রতারক বলে মনে হয়েছে।’মানব বিবর্তনের ইতিহাস বিবেচনায় এনে বলা যায়, কণ্ঠের তারতম্যের মাধ্যমে হয়তো একসময় মেয়েরা বুঝতে পারবেন, কোন ছেলেটির সাথে দীর্ঘ সময় বা অল্প সময়ের জন্যে সম্পর্কে জড়ানো যায়’, বললেন ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান ও মানব আচরণ বিষয়ক বিজ্ঞানের অ্যাসিস্টেন্ট প্রফেসর ডেভিড ফিনবার্গ। সূত্র-ইন্টারনেট
মেয়েদের কাছে একাধারে প্রতারক ও আকর্ষণীয় ভারী কণ্ঠের ছেলেরা
Share This