অনলাইন ডেস্ক:- মেয়েরা নিজেদের জন্য কেমন বর পছন্দ করে? এ প্রশ্নের উত্তর খুঁজতে নতুন এক গবেষণায় দেখা যায়, মেয়েদেরকে রসেবশে রাখতে পারবে এমন বরই বেশি পছন্দ তাদের।
নিউজিল্যান্ডের একটি ডেটিং পরিষেবা সংস্থা ‘এলিট সিঙ্গেলস’-এর ওই গবেষণায় দেখা যায়, বেশিরভাগ মেয়েরা ওইরকম ছেলেদের বিয়ে করতে চায় না যাদের উপার্জন তাদের থেকে কম। ৭০ শতাংশ মেয়েই স্বীকার করেছেন, বিবাহ পরবর্তী জীবনের জন্য টাকা সবচেয়ে দরকারি। সংস্থাটির এক সমীক্ষায় দেখা যায়, সংসারের মূল উপার্জনকারী পুরুষের প্রতি একজন নারীর আকর্ষণ আজও অটুট।
এ বিষয়ে ওটাগো বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজের অধ্যাপক ক্রিস বিকেল বলেন, বর্তমান সমাজে স্বামী-স্ত্রী দু’জনের উপার্জনে সংসার চললেও পুরুষসঙ্গীকেই বেশি উপার্জন করতে হবে। মেয়েদের মধ্যে এই মানসিকতা এখনো রয়েছে।
তবে তিনি আরো বলেন, মেয়েদের এই প্রবণতার পিছনে সম্ভবত রয়েছে কাজের চাপ ছেড়ে চুটিয়ে সংসার করা ও সন্তান প্রতিপালনের মানসিকতা।সূত্র : ইন্টারনেট