অনলাইন ডেস্কঃ- ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের সমর্থন পাচ্ছেন মোদী। এবারে তাকে সমর্থন জানিয়ে বিবসনা হয়ে পোজ দিলেন অভিনেত্রী মেঘনা প্যাটেল।মেঘনা তার টুইটারে ছবি পোস্ট করার পরই ছড়িয়ে পড়েছে এই ছবি।খবর ইন্ডিয়া টুডের সম্পূর্ণ নগ্ন শরীরে শুধু বুকের ওপর মোদীর ছবি ধরে রয়েছেন তিনি। অন্য আরেকটি ছবিতে গোলাপের পাপড়ি বিছানো খাটে শুয়ে মোদীর পোস্টার ধরে রয়েছেন তিনি। চন্দ্রকান্ত সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী মেঘনা।মেঘনার এ সমর্থনে বিব্রত অবস্থায় পড়েছে বিজেপি। মহারাষ্ট্র বিজেপির এক মুখপাত্র মাদহাভ ভাদুরি বলেন, জনগণের সমর্থনকে আমরা স্বাগত জানাই। তবে সমর্থন জানিয়ে এমন ছবি দেওয়াটা আমরা সমর্থন করি না। মোদীকে সমর্থন জানানোর আরো অনেক উপায় রয়েছে।মেঘনার এ সমর্থনকে প্রত্যাখ্যান করে ভাদুরি বললেন, তিনি নিজের দিকে নজর ফেরানোর চেষ্টা করছেন। সেইসঙ্গে ভবিষ্যতে সমর্থন জানাতে গিয়ে কেউ এমন কুরুচিপূর্ণ কাজ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছেন মুখপাত্র।এদিকে সাংবাদিকদের মেঘনা বলেন, নরেন্দ্র মোদী আজকের পুরুষ। লাখ লাখ মানুষ তাকে প্রধানমন্ত্রী দেখতে চায়। ভারতের রাজনীতিতে তার অবস্থান বিরাট। নিজের রাজ্যের উন্নয়নের জন্য মোদী অনেক কিছু করেছেন। আর এখন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। একুশ শতকে উন্নত ভারত গড়ার লক্ষ্যে মানুষ তাকে ভোট দেবে।’আমরা সবাই আপনাকে ভালোবাসি, মিস্টার মোদী’, মেঘনার মন্তব্য।তাঃ- ১২ ফেব্রুয়ারি, ২০১৪।