মোবাইলে ম্যাসেজ দিয়ে ভোট প্রার্থণা

মহিউদ্দিন ভান্ডারী  (রাজাপুর) প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাচন আগামী ২৩ মার্চ উপজেলায় ভোট যুদ্ধ শেষ মূহুর্তের প্রচারণায় উন্মাদ ১০ প্রার্থী মধ্যরাতেই প্রচারণা শেষ, তাই শেষ মূহুর্তের সময় টুকু কাজে লাগাতে ব্যাকুল প্রার্থীরা আর লীগ বিএনপির প্রার্থীদের বিজয়ের ব্যাপারে টেনশনে প্রার্থীর পাশাপাশি দুই দলের নেতারাও ভোটাররাও প্রার্থীর বিভিন্ন দিক পর্যালোচনার মাধ্যমে শেষ সময়ের হিসেবনিকেশে ব্যথ¯— হয়ে পড়েছেন নির্বাচনে দুই দফা মোবাইল ম্যাসেজের মাধ্যমে ব্যতিক্রমী প্রচারণাও করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বড়ইয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনির (আনারস) বিএনপির চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নাসিম উদ্দিন আকন (দোয়াত কলম) প্রতিদ্বদ্বীতা করছেন ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জাকারিয়া সুমন (তালা), লীগের ফকরুল ইসলাম খান (চশমা), মজিবর রহমান মৃধা (টিয়া পাখি) চন্দ্র শেখর হালদার (জাহাজ) এবং স্বতন্ত্র এনএ সিদ্দিকী (টিউবওয়েল) প্রতিদ্বদ্বীতা করছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নাজমা আক্তার নাসরিন (কলস), বিএনপির নাজমুন্নাহার পুতুল (ফুটবল) লীগের আফরোজা আক্তার লাইজু (হাঁস) প্রতিদ্বনদ্বিতা করছেন 

Exit mobile version