আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘ ৮ঘণ্টা পর খাসিয়াদের জিম্মি করা বনবিভাগের মুরাইড়া বিট অফিসারকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। বনবিভাগ সূত্রে জানা গেছে, খাসিয়া রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে বাঁশ কেটে পান চাষের খবর পেয়ে সকাল ১০টার দিকে কুলাউড়া রেঞ্জের মরাইছড়া বিট অফিসার আতিয়ার রহমান কুকি জুড়ী রিজার্ভ ফরেস্টে গেলে ওই এলাকার খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। বিষয়টি তাৎক্ষণিক কুলাউড়া রেঞ্জ অফিসার বলরাম রায়কে জানালে তিনি তার বনবিভাগের অন্য স্টাফসহ কুলাউড়া থানা পুলিশের একটি ফোর্স সঙ্গে নিয়ে কুকি জুড়ী পুঞ্জি থেকে বিট অফিসারকে উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খাসিয়ারা পালিয়ে যায়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়াদের হাতে বিট অফিসার বন্ধী।। ৮ ঘন্টা পর উদ্ধার
Share This