মৌলভীবাজারে ঈদ ও পূজাকে টার্গেট করে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয়

আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে জাল টাকার ব্যবসায়ীরদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় শংকিত হয়ে পড়েছেন সাধারণ মানুষজন। এদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে  গ্রামের লোকজন। জাল টাকার ব্যবসায়ীদের রয়েছে বিশাল নেটওয়ার্ক। জেলা সদর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর, বড়লেখা, জুড়ী উপজেলার বিভিন্ন ছোট বড়-বড় হাট বাজারে ১০০ টাকা থেকে ৫০০ টাকা ১০০০ টাকার জাল নোট প্রায়ই  চোখে পড়ে বলে জানিয়েছেন ব্যবসায়ী মহল।জেলার ৭টি উপজেলায় আসন্ন ঈদ ও পূজাকে  টার্গেট করে জালটাকার ব্যবসায়ীয়া বিভিন্ন কলা-কৌশল অবলম্বন করছে। আর এদের কাছে প্রতিদিন প্রতারিত হচ্ছেন ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ। এ নিয়ে নানা আতংকের মধ্যে রয়েছে ক্রয়-বিক্রেতারা। জেলার সবকটি উপজেলায় প্রায় প্রতিদিনিই  প্রতারণায় শিকার হচ্ছেন মানুষ। ঢাকার জাল নোট সিন্ডিকেটের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে প্রতারকরা কৌশলে তা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ছড়িয়ে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কোনটি আসল আর কোনটি জাল তা নিয়ে প্রতিনিয়ত টাকা লেনদেনকারীদের মধ্যে আতংক দেখা দেয়। মাঝে মধ্যে কিছু-কিছু ব্যাংকে ও  টাকার বান্ডিলে জাল নোট পাওয়া যায় বলে কয়েকজন ব্যাংক গ্রাহক অভিযোগ করেছেন ।গ্রাহকদের ধারনা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসের মাধ্যমে এসব হচ্ছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার তোফায়েল আহমদকে প্রশ্ন করা হলে তিনি  জানান, ঈদ ও পূজাকে সামনে রেখে জাল নোট বাজারে ছড়াতে একদল প্রতারক চক্র বিশেষ করে মহিলাদের ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বড়লেখা উপজেলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারক চক্ররা সাধারন মানুষকে যাতে হয়রানি করতে না পারে তাই পুলিশের একটি বিশেষ টিম মাঠে থাকবে বলে নিশ্চিত করেন।

Exit mobile version