আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজারের মেধাবী ছাত্র এইচএসসি পরীক্ষার্থী রাজা মিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে কলেজের ছাত্রছাত্রীরা। আজ ২৯ আগষ্ট বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তারা রাজা মিয়া হত্যার একমাত্র আসামী পারভেজের ফাঁসি দাবী করে বিচার প্রক্রিয়া দ্র“ত নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহŸান জানিয়েছেন। এর আগে কলেজ থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে যোগ দেন। মামলার এজাহার ও পূলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২ মার্চ মৌলভীবাজার শহরের বড়কাপন এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ক্রিকেটের ষ্ট্যাম্প দিয়ে আঘাত করলে রাজা মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। প্রায় সাথে সাথে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৫ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজা মিয়ার ভাই হাসনুর রহমান বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় পারভেজ আহমদকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মামলার একমাত্র আসামী পারভেজ আহমদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।