মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জমি-বিরোধকে কেন্দ্র করে এক জন নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, আয়শাবাদ চা-বাগানের চা-শ্রমিক ও সোয়ারারতল এলাকার লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে সীমানা বিরোধ চলছিলো। বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজনদের মধ্যে সীমানা বিরোধ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চা-শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে।সংঘর্ষে ঘটনাস্থলেই মিছবাউদ্দিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়।আহত হন আরো তিন জন।আহতদের নাম পরিচয় জানা যায়নি।
আব্দুল হাকিম রাজ/জি নিউজ