মৌলভীবাজারে ছাত্রদলের ২ কর্মীর উপর সন্ত্রাসী হামলা

মৌলভীবাজার থেকে,আব্দুল হাকিম রাজঃ মৌলভীবাজারে খালেদা রব্বানী গ্রুপের ছাত্রদলের দুই কর্মীকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শহরের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি মিজানুর রহমান মিজান জানান, রাতে সোনাপুর এলাকা থেকে ছাত্রদল কর্মীরা বাসায় ফেরার পথে পথিমধ্যে ওৎ পেতে থাকা ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত আক্রমণ করে তাদের কোপাতে শুরু করে। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।আহত  ছাত্রদল নেতারা হলেন, মো. খায়রুল ইসলাম (২৫) ও আলাউদ্দিন (২৩)। তারা দু’জনেই মৌলভীবাজার সরকারি কলেজের এচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

Exit mobile version