আব্দুক হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের সমশের নগর রোডে সড়ক দুর্ঘটনায় দুই রিকশা আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহ্সপতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।শহরের সমশের নগর এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে চাপা দেয়। এতে ওই রিকশার দুই আরোহী নিহত হন। আহত হন রিকশার চালক। পরে স্থানীয়রা আহত রিকশাচালককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এমএনএকে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকসহ চালক পালিয়ে যায়