আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃজি নিউজঃ-মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর এলাকায় রবিবার বিকেলে ট্রাক চাপায় নাইমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ বাসচালক শুকুর আলীকে (২৫) আটক করেছে। মৃত শিশু নাইমা ওই এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে এবং লালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানায়, নাইমা স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্খানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান এমএনএকে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।