মৌলভীবাজার থেকে,আব্দুল হাকিম রাজঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বৃহস্পতিবার সন্ধায় দুবাই প্রবাসী আবদুল আজিজ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হাকালুকি হাওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আবদুল আজিজ গত এক মাস ধরে নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার সন্ধায় হাকালুকি হাওড়ে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় । আবদুল আজিজ উপজেলার ভাটেরা উইনিয়নের মাইজ গাঁও এলাকার হাজী আবদুল হকের ছেলে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান এমএনকে জানান, ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন জানা যাবে।
মৌলভীবাজারে নিখোঁজ দুবাই প্রবাসীর লাশ উদ্ধার
Share This