আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার সদর উপজেলায় পৃথক ঘটনায় দু’জন নিহত হয়েছে। গতকাল সকাল ৮ ঘটিকার সময় শহরের ওয়াপদা(পিডিবি) এলাকা থেকে এক হোটেল শ্রমিকের লাশ এবং সকাল ৯ ঘটিকার সময় মনুমুখ এলাকা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত হোটেল শ্রমিক ব্রাম্মণ বাড়িয়া জেলার বিজয়নগর থানার সৈয়দ খানের ছেলে সেলিম খান(৩০)। সে কোর্ট এলাকায় জিতু মিয়ার হোটেলে কাজ করতো। তার মাথায় দায়ের ক‚পের আঘাত পাওয়া গেছে।অপরদিকে সদর উপজেলার মনুমুখ এলাকার নাদামপুরে রাস্তা পারাপারের সময় সবজান বেগম(৫৮) নামে এক বৃদ্ধা মহিলাকে হবিগঞ্জ বিরতিহীন নামক বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি মনুমুখ ইউপি’র আড়াইহাল গ্রামে।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রহমান উভয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
মৌলভীবাজারে পৃথক স্থান থেকে দুঠি লাশ উদ্ধার
Share This