আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে সিএনজি চালিত অটোরিকশা চালক হত্যা মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর ৬টার দিকে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের বাহারমদন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মতিন (২৯), সোহেল মিয়া (২৭), আব্দুল কালাম (২৮), টিটু মিয়া (২৫), শাহজাহান (২৪), অয়েছ মিয়া (২২) ও ফিরোজ মিয়া (২৫)। তাদের বাড়ি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জানুয়ারি) হবিগঞ্জ জেলার বাহুবল এলাকা থেকে অটোরিকশা ভাড়া নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) চালক সিরাজ মিয়াকে (৩৫) খুন করে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা বাগান এলাকায় লাশ ফেলে রেখে যায় তারা। পরে পুলিশ সেখান থেকে সিরাজের লাশ উদ্ধার করে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে এমএনএকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা চালককে খুন করেছে বলে স্বীকার করেছে।