আব্দুল হাকিম রাজ,জি নিউজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় শ্রীমঙ্গলের কাকিয়াবাজার এলাকায় হবিগঞ্জ বিরতিহীন বাসের সঙ্গে সুজুকি জীপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়। নিহতরা হলো- শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান গ্রামের আমজদ আলী (৬০) ও মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলীর জীপের চালক হোসেন মিয়া (২৫)। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ জানান, সকাল ১০টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জগামী বিরতিহীন বাসের সাথে বিপরীত দিক থেকে আসা জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই চালক হোসেন মারা যায় এবং গুরুত্বর আহত আমজদকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
Share This