অনলাইনডেস্ক:-পপ সম্রাজ্ঞী ম্যাডোনার ব্যবহৃত জিনিস এবার নিলামে উঠতে চলেছে।তার ব্যবহৃত পোশা থেকে শুরু করে অনেক পুরনো দ্রব্যাদি থাকবে নিলামে।নিজের হাতে লেখা গানের ডাইরি, নোটস, প্রিয়উপহারও থাকছে নিলামে।আর এসব দ্রব্য দিচ্ছেন সেলিব্রিটিরা।স্বাভাবিক ভাবেই মনে প্রশ্নআসে, ম্যাডোনাতবেকী দিচ্ছেননিলামে? বরাবরের মতোএবারও সবাইকে আবাক করে দিয়ে ম্যাডোনা তার পাওয়া পুরস্কার গুলো তুলে দিচ্ছেন নিলামে।তার এমটিভিভিডিও অ্যাওয়ার্ডও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসহ আরও কিছু পুরস্কার থাকবে নিলাম সংস্থারকাছে। এরই মধ্যে ম্যাডোনাভক্তরা উঠে পড়ে লেগেছেন তার কোনো একটি অর্জন বগলদাবা করার জন্য। সূত্র : ইন্টারনেট
ম্যাডোনার পুরস্কার নিলামে
Share This