ক্রীড়া ডেস্ক, : মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় শহর মেনডোজায় এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বয়সের কারনে কাছের জিনিস দেখতে অসুবিধা হতো ৫২ বছর বয়সী ম্যারাডোনার।
এ প্রসঙ্গে সার্জন রবার্তো জালডিভার সাংবাদিকদের বলেছেন, ‘ম্যারাডোনা এখন সুস্থ আছেন। এটা খুবই স্বাভাবিক একটি চোখের রোগ। অস্ত্রোপচার ভালভাবেই সম্পন্ন হয়েছে।’
বুয়েন্স আয়ার্সে ফিরে আসার আগে ম্যারাডোনার চোখে আরেক দফা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। এরপরপই তিনি দুবাইতে আসবেন যেখানে তাকে ক্রীড়া দূত মনোনীত করা হয়েছে।
সূত্র ঃ অনলাইন