ময়মনসিংহ প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় ময়মনসিংহের আদালতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও দৈনিক সংবাদের হালুয়াঘাট প্রতিনিধি হুমায়ুন কবির মানিক ময়মনসিংহের ১নং আমলী আদালতে এই মানহানির মামলাটি দায়ের করেন। মামলায় ছয়জনকে সাক্ষী করা হয়েছে।
১নং আমলী আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি গ্রহণ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ৩১ মার্চের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে সম্প্রতি ‘রাজাকারের দাদা’ বলে মন্তব্য করেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন ও বিনষ্ট হয়েছে। এ কারণে মামলার বাদী সরকারের ও সংবিধানের ওপর পূর্ণ আস্থাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষ হিসেবে নিজেও অপমানিতবোধ করেন।
এতে ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদরের উত্তর বাজার এলাকার বাসিন্দা হুমায়ুন কবির মানিক রোববার দুপুরে ময়মনসিংহের ১নং আমলী আদালতে ৫০০/৫০১ ধারায় একটি সি আর মামলা দায়ের করেন। মামলা নং ১৫০/২০১৩।
সম্পাদনা/শাবানা মন্ডল /১৮.৪৩ঘ /২৪ফেব্রুয়ারি