জি নিউজঃ- ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলার একই পরিবারের মা, মেয়ে ও তার নাতিকে জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহতরা হলেন ফুলবাড়িয়া উপজেলার জোড়বাড়িয়া গ্রামের জহুরা খাতুন(৫৫), তার মেয়ে সীমা আক্তার ও নাতি ফারুক (৬)। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার জোরবাড়িয়া দড়িবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে । জানা যায়, রাতে আব্দুল লতিফের মা, মেয়ে ও নাতিকে রান্না ঘরে জবাই করে ফেলে রেখে যায় দুবৃর্ত্তরা। এ সময় আশঙ্কাজনক অবস্থায় জহুরা খাতুন এর নাতি ফারুককেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর সেও মারা যায়। এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঞা জি নিউজ বিডি নেটকে জানান, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি , এখনো পযন্ত কোন মামলা হয়নি, তাঃ-১৩ সেপ্টেম্ব র ২০১৩