জি নিউজ বিডি ডট নেট ঃ- যশোরের এক ছাত্র ছুরিকাঘাতে খুন । নিহতের নাম- শরিফুল ইসলাম শরিফ সে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। একদল সন্ত্রাসী গতকালরোববার বেলা সোয়া১টার দিকে শরিফুলকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। মুমুর্ষ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার হলে পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরিফুল শহরের শেখহাটি জামতলা এলাকার একটি ছাত্রবাসে বসবাস করতো। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান রোববার সকালে দিকে শরিফুলের এক বন্ধুর তিন হাজার সহ একটি মোবাইল ছিনতাই হয়। ছিনতাইকৃত মোবাইল ও টাকা আনতে গেলে জুয়েল, নাজমুল,ও আরিফ নামে ৩ জন শরিফুল ও তার বন্ধু নোমানকে ছুরিকাঘাত করে। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শরিফুলকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা ।