স্টাফ রিপোটার, যশোর জি নিউজঃ- যশোরের চৌগাছায় বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি। চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদল কর্মী আতিয়ার রহমান (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায়, এ হরতাল ডেকেছে বিএনপি,এদিকে যশোর জেলা বিএনপির পক্ষ থেকে জানান, আতিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে। এর আগে গতসোমবার রাত ৯টার দিকে চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামে আতিয়ার রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা মঙ্গলবার আতিয়ারের লাশের ময়নাতদন্ত যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কাউকে আটকও করতে পারেনি। ওসি আরও জানান, আতিয়ার চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন আশা হত্যা মামলার আসামি। জামিন নিয়ে তিনি এলাকায় ছিলেন। তবে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। তাঃ-২৪সেপ্টেম্বর ২০১৩