যশোর, অভয়নগর প্রতিনিধি,জি নিউজঃ- যশোর জেলা অভয়নগর উপজেলা হরতাল সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক যুবলীগ নেতা নিহত হয়েছে, এবং বেশ কয়েকজন আহত হয়। রোববার সকালে নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুল গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সংঘর্ষকালে কয়েকটি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়। নিহত শিমুল এর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর এলাকায় অভিযান শুরু করে পুলিশ । তাঃ-২৭ অক্টোবর ২০১৩১
যশোরে অভয়নগরে হরতালের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত
Share This