যশোর প্রতিনিধি,জি নিউজঃ- যশোরে নগর ছাত্রদলের এক সহসভাপতি কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম -কবির হোসেন পলাশ (৩০) এ ঘটনায় শামসুজ্জামান নামের ছাত্রদলের আরও এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের উকিলবার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত পলাশ শহরের ভোলাট্যাঙ্ক রোড এলাকার মহিদুল ইসলামের ছেলে এবং আহত রিন্টু শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় কবির হোসেন ও শামসুজ্জামান বন্ধুদের সঙ্গে শহরের উকিলবার মোড়ে বসে চা খাচ্ছিলেন। এ সময় হঠাত্ করেই কয়েকজন যুবক এসে পিস্তল ঠেকিয়ে কবির হোসেনের মাথায় ও শামসুজ্জামানের পায়ে গুলি করে। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পলাশ ও রিন্টুকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর পলাশের মৃত্যু হয়। গুলিবিদ্ধ রিন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান তিনি ।তাঃ-০৯ ডিসেম্বর ২০১৩