জি নিউজ প্রতিনিধিঃ- যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। মারাত্মক আহতাবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় রেফার করেছেন যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা। গতকাল রবিবার রাত ৯টার দিকে যশোরের শহরতলীর রাজারহাটে এ ঘটনা ঘটে। যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, আলমগীরের বুক, পেট ও গলায় গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। কারা কী কারণে আলমগীরকে হত্যার চেষ্টা করেছে রেন্টু চাকলাদার তা নিশ্চিত করতে পারেননি। এ দিকে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আলমগীর হোসেন রাতে রাজারহাটে তার চামড়া বেচাকেনার অফিসে বসে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে সেখানে উপস্থিত হয়। এ সময় ৫টি বোমা বিস্ফোরণ ঘটায় তারা। পরে আরও ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা আলমগীর হোসেন গুরুতর আহত হন। এদিকে কারা আলমগীরের ওপর হামলা চালিয়েছে তা জানাতে পারেননি পুলিশ । তবে দুর্বৃত্তদের ধরতে এলাকায় পুলিশি অভিযান চলছে বলে জানান জেলা পুলিশের সিনিয়র এএসপি (সদর সার্কেল) রেশমা শারমিন।
যশোরে যুবলীগ নেতা আলমগীর গুলিবিদ্ধ
Share This