অনলাইন ডেস্ক:- নানা কারণে অনেকেই জন্মের পর বাবা-মায়ের দেয়া নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন। এসব কারণের মধ্যে রয়েছে ধর্ম পরিবর্তন, মিডিয়া জগতে আগমন ইত্যাদি। তবে শিলা ক্র্যাবট্রির নাম পরিবর্তনের কারণ বেশ অভিনব। তিনি তার নাম পরিবর্তন করে সেক্সি রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিড ডে।তার নাম শিলা থেকে সেক্সি করার পেছনে রয়েছে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ নামে একটি অন্তর্বাস প্রস্তুতকারির অবদান। শিলা জানিয়েছেন, সবসময় তিনি ভিক্টোরিয়াস সিক্রেটের সেক্সি অন্তর্বাস পরেন।তিনি বলেন, ‘আমি ভিক্টোরিয়াস সিক্রেট পোশাক পরি সবসময়।তিনি আরো বলেন, ‘আমি আমার নাম সেক্সি করতে চাই কারণ এটা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানায়।আদালতের এ কারণে তিনি তার নাম পরিবর্তন করে ‘সেক্সি’ রাখার আবেদন জানাচ্ছেন। তার আবেদন গৃহীত হলে তার নাম হবে সেক্সি ক্র্যাবট্রি। ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের একটি আদালতে তার নাম পরিবর্তনের শুনানি হবে। সূত্র- ইন্টারনেট তাঃ- ০১ ফেব্রুয়ারী ২০১৪।