জি নিউজ ঃ রংপুর মহানগরীর দমদমায় বৃহস্পতিবার বিআরটিসি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রংপুর মহানগরীর রবার্টসন্সগঞ্জ মণ্ডল পাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে মাংস বিক্রেতা আব্দুর রাজ্জাক (৪৪) ও মৃত আজগার আলীর ছেলে ঠিকাদার জুলফিকার আলী (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর দমদমা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দুপুর ১২টায় ভুরুঙ্গামারীগামী বিআরটিসি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী মারা যান।
আব্দুর রাজ্জাক বালারহাটে তার অসুস্থ মাকে দেখার জন্য যাচ্ছিলেন বলে জানায় তার পরিবারের সদস্যরা।
সেখানে উপস্থিত ব্যবসায়ী মিলন জানান, বিআরটিসি গাড়িটি এলোমেলো ভাবে মহাসড়কে চালিয়ে আসছিলেন।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বেলা ১২টা থেকে একটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। তারা বিআরটিসির ড্রাইভারের ফাঁসি দাবি করে। পরে পুলিশ এসে জনতাকে সরিয়ে দেয়।