রংপুর প্রতিনিধি,জি নিউজঃ- আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগের সকল রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে । সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হবে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। শ্রমিক ফেডারেশনের উত্তরাঞ্চলীয় কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি জানান, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যায় ছয়টা পর্যন্ত রংপুর বিভাগের ৫৬ টি রুটে পরিবহন ধর্মঘট চলবে। তিনি বলেন যদি আটক নেতাকে নিঃর্শত মুক্তি দেয়া না হয়, তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। সেইসাথে শ্রমিকদের সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় পরিবহন চলাচল বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন। তাঃ- ১৩-১১-২০১৩১
রংপুরে শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে পরিবহন ধর্মঘট
Share This