গাজীপুর প্রতিনিধি,জিনিউজঃ- রবিবার গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের শপথ গ্রহন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় এই শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মেয়র ও কাউন্সিলরদের শপথ পড়াবেন। এদিকে এম এ মান্নানের শপথ গ্রহণকে ঘিরে গাজীপুরে এম এ মান্নানের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সকালে নেতাকর্মীদের একটি বিশাল বহর মান্নানের সঙ্গে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঈদের দিন থেকেই এম এ মান্নান দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ শপথ বিষয়ে এমএ মান্নান সাংবাদিকদের বলেন, ‘শপথগ্রহণ অবশ্যই আনন্দের। এর মধ্য দিয়ে গাজীপুরের প্রথম মেয়রের যাত্রা শুরু হবে। রোমাঞ্চবোধ করছি। এম এ মান্নান বলেন, ‘বিএনপি করলেও আমি গাজীপুরবাসীর মেয়র। আমি সব সময় জনগণকে দে য়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাবো।
রবিবার গাজীপুর সিটির মেয়র অধ্যাপক এম এ মান্নানের শপথ গ্রহন
Share This