স্টাফ রিপোর্টার,জি নিউজঃ- দেশের বিভিন্ন স্থান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার সারাদেশে পবিত্র ইদুল ফিতর উদযাপিত হবে। আজ সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এ্যাডভোকেট শাহজাহান, এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ইতোমধ্যেই ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৯শে রমজানের সিয়াম শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কোটি মানুষ তাকিয়ে দেখেছেন খুশির ঈদের এক ফালি চাঁদ। আর এর পর থেকে শুরু হয়েছে ঈদের উৎসব। চাঁদ দেখার পর থেকে টিভি-বেতারে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গানের সুর ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ ,ঈদ এ অনাবিল আনন্দের দিন। ছোট-বড়, ধনী গরিব সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এক মাস সিয়াম সাধনার পর ঈদ বিশ্ব মুসলিমের জীবনে নিয়ে আসে এক সুমহান ভ্রাতৃত্বের বার্তা। ঈদ উপলক্ষ্যে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে মুসল্লীদের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে হাসপাতাল, এতিমখানা ও কারাগারে বিশেষ খাবার পরিবেশন করা হবে। গণমাধ্যমে প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা। জি নিউজ বিডি ডট নেট পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা – ঈদ মোবারক। জি নিউজ/বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৩
রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ
Share This