স্টাফ রিপোর্টার,জি নিউজঃ- রাজধানীর চামেলীবাগের একটি বাসা থেকে এক পুলিশ পরিদর্শক ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। পল্টন থানাধীন চামেলীবাগে নিজ বাসায় স্ত্রী স্বপ্নাসহ পুলিশ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান খুন হয়েছেন। গতশুক্রবার সন্ধ্যায় বাসার বাথরুম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুজ পুলিশের এস বি র ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। মাহফুজের দুই ছেলে-মেয়ের মধ্যে ঐশী একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী এবং ছেলে ঐহীর বয়স সাত বছর। এদিকে পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, নিহতদের শরীরে অস্ত্রের আঘাতের অসংখ্য চিহ্ন পাওয়া গেছে। অজ্ঞাত দুবৃর্ত্তরা ২-৩ দিন আগে তাদের ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্পেশাল ব্রাঞ্চের উপ-মহাপরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, অফিস শেষে গত বুধবার রাত ১১টায় বাসায় ফেরার পর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি আমাদের। বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় তার খোঁজ নেয়ার প্রয়োজন পড়েনি। ঐহীর বরাত দিয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে ঐশী ছোট ভাইকে বলে, তাদের বাবা-মা রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। এরপর খালুর বাসায় যাওয়ার কথা বলে ভাইকে নিয়ে ঐশী বাসা থেকে বের হয়। শুক্রবার সকালে একটি অটোরিকশায় করে ঐহীকে এক প্রতিবেশীর বাসায় পাঠানো হয়। তবে লাশ উদ্ধারের পর ঐশীর কোনো খোঁজ পুলিশ জানতে পারেনি বলে জানান পুলিশ কর্মকর্তা । এছাড়া ডিআইজি মোশাররফ বলেন, “আক্রোশ থেকে পরিকল্পিতভাবে দুজনকে খুন করা হয়েছে। চার থেকে পাঁচ জন এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
রাজধানীতে এস বির ইন্সপেক্টর সহ স্ত্রীর খুন
Share This