জি নিউজঃ-রাজধানীর পল্লবীতে সাহেরা খাতুন আলো (২৯) এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা । শুক্রবার রাতে লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৭দিকে পল্লবীর ৫ নং এভিনিউয়ের আফতাব উদ্দিন স্কুল সংলগ্ন মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এদিকে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, রাত সাড়ে ৭টার দিকে কয়েক মহিলা স্বর্ণের চেইন কেনার কথা বলে ১১/সি ৫ নং এভিনিউয়ের ১৫/১ নম্বর বাসার সামনে নিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা । পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় জানালে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ,ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গ্রামের বাড়ি যশোর শার্শা থানার টেংরা আলীতে। তার বাবার নাম আব্দুল মজিদ। এছাড়া পল্লবী থানার ওসি আব্দুল লতিফ জানান আলো নামে এই মহিলাকে কুপিয়ে গলা কেটে হত্যা করে লাশ এখানে রেখে গেছে দুবৃর্ত্তরা। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
রাজধানীতে পল্লবীতে এক মহিলাকে কুপিয়ে হত্যা
Share This