স্টাফ রিপোর্টার, জি নিউজ ঃ ১৮ দলীয় জোটের ডাকা বুধ ও বৃহস্পতিবারের হরতালের আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, রাজধানীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রাত ৯টার দিকে মগবাজার, মালিবাগসহ বিভিন্ন স্থানে বিজিবিকে টহল দিতে দেখা যায়। মঙ্গলবার রাত ৮টা থেকে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এ দিকে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা রাজধানীর নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়েছে। হরতাল শেষ না হওয়া পর্যন্ত বিজিবি রাজপথে টহলে থাকবে।