জি নিউজঃ- জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার ও মিশরে গণহত্যা প্রতিবাদসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সিটি কলেজের সামনে ঝটিকা মিছিল বের করে শিবির। তারা পুলিশকে লক্ষ্য করে ‘হিট অ্যান্ড রান’ পদ্ধতিতে ৫-৬টি ককটেল ছুড়ে দ্রুত চম্পট দেয়। গতমঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের একটি ঝটিকা মিছিল পিলখানা থেকে সায়েন্স ল্যাবরেটরিতে আসার সময় ধানমণ্ডি থানাপুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় ক্ষিপ্ত শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৫-৬টি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ধানমণ্ডি থানার ওসি (তদন্ত) অশোক চৌহান বাংলার চোখকে জানান, সকালে হঠাৎ শিবিরকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ৫-৬টি ককটেল ছোড়ে। এতে অল্পের জন্য একজন এসআই বেঁচে যান। একটি ককটেল তার অল্প একটু সামনে এ সে পড়ে।
রাজধানীতে শিবিরের বিক্ষোভ ককটেল বিস্ফোরণ
Share This