জি নিউজ বিডি ডট নেট ঃ- ১৮ দলের হরতালে কারণে সরবরাহ বন্ধ থাকায় বাজারে সবজির দাম বেড়ে গেছে। হরতালে বিক্রি কম বলে ক্ষেত থেকে সবজি তুলতেও ভয় পাচ্ছেন চাষিরা। এতে পাইকারি বাজারে সবজির দামে এখন আগুন। বিপাকে পড়েছেন সবজি ব্যবসায়ীরা। ঢাকায় সবচেয়ে বেশি সবজি সরবরাহ হয় যশোর অঞ্চল থেকে। যশোরের পাইকারি সবজির মোকাম বারীনগর থেকে প্রতিদিন অন্তত ৩৫ ট্রাক সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যায় সবজির বাজার সূত্রে জানা গেছে, । এদিকে ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টার টানা হরতালের কারণে মোকামে সবজি কিনতে আসতে পারছেন না ব্যাপারীরা। দেশের মোট উৎপাদিত সবজির একটা বড় অংশ আসে যশোর থেকে। প্রতিবছর আড়াই লাখ মেট্রিক টন সবজি এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। যশোরের সবজি ব্যবসায়ীরা জানান, হরতালে ট্রাকে করে মালামাল পাঠানো যাচ্ছে না। স্থানীয় আলম সাধু পরিবহনে করে খুলনা ও আশপাশে পাঠানো হচ্ছে দ্বিগুণ ভাড়া দিয়ে। টানা হরতালের কারণে বাইরের ব্যাপারীরা মোকামে আসতে পারছেন না। তাই লোকসানের ভয়ে কৃষকও ক্ষেত থেকে সবজি তুলছেন না। পাইকারি বাজারে সরবরাহ কমায় এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও। এতে বেশি দামে সবজি কিনতে হচ্ছে ক্রেতাকে । তাঃ-১৩ নভেম্বর, ২ ০১৩