জি নিউজ ডেস্কঃ- রাজধানীর মতিঝিলে ও মিরপুর সড়ক দুর্ঘটনায় ২ জনের নিহত হয়েছে।নিহতরাহলেন,ইসলামশিকদার[অটোরিকশাচালক](৪৪)মো.শাহজাহান[রিকশাচালক](৩৫)।গতকাল সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে সকালে এ ঘটনাগুলো ঘটে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে মতিঝিল থানার এসআই নজরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে মতিঝিল আল হেলাল পুলিশ বক্সের কাছে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক শিকদার। তিনি ঢাকার মুগদা এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।এদিকে মিরপুর-১ নম্বর গোলচক্করের কাছে সোমবার রাত দেড়টার দিকে ট্রাকচাপায় নিহত হন রিকশাচালক শাহজাহান।এ বিষয়ে মিরপুর থানার এসআই আফজাল হোসেন জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে গিয়ে শাহজাহানের রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। শাহজাহান রাজধানীর পল্লবী এলাকায় বাসিন্দা।
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Share This